ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

রাজধানীর মিরপুরে আটক শতাধিক,৫০ মামলা

দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সর্বাত্মক লকডাউনে  সরকারী বিধি নিষেধ অমান্য করে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার অপরাধে রাজধানীর মিরপুরে অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেওয়ার পাশাপাশি শতাধিক ব্যাক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 


ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ.স.ম মাহতাব উদ্দিন জানিয়েছেন,আজ ১লা জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬ টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুজন ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুরের কাফরুল,পল্লবী,দারুসসালাম,টেকনিক্যাল,গাবতলী ও শসহ আলী এলাকায় অভিযান পরিচালনা করে শতাধিক ব্যাক্তিকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দিয়েছে পুলিশ। এদিকে,মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। যা আগামী ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।এই সময়ে দেশের সকল জনসাধারণের সার্বিক কার্যক্রম ও চলাচলে সরকারীভাবে সুনির্দিষ্ট বিশেষ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছ। সরকারী বিধিনিষেধ অমান্য করে কেউ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

ads

Our Facebook Page